ইঞ্জিনিয়ারিং পড়বেন নাকি ডাক্তারি?? কনফিউজড😲 আপনাদের কে একটা ছোট্ট গল্প শোনাই একটা মেয়েকে একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার উভয়েই খুব ভালোবাস...
ইঞ্জিনিয়ারিং পড়বেন নাকি ডাক্তারি??
কনফিউজড😲
আপনাদের কে একটা ছোট্ট গল্প শোনাই
একটা মেয়েকে একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার উভয়েই খুব ভালোবাসতো।মেয়েটিও তাদের দুইজনকেই পছন্দ করতো।কিন্তু কাকে চুজ করবে সেটা সে ক্লিয়ার ছিল না।কিন্তু অবশেষে দেখা গেল মেয়েটি ইঞ্জিনিয়ার কেই ভালোবাসলো।
জিনিসটা ইঞ্জিনিয়ারের বন্ধু দেখে খানিকটা অবাক হলো।সে ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করলো~আচ্ছা দোস্ত।মেয়েটা ওই ডাক্তার কে চয়েজ না করে তোকে চয়েজ করলো কেন।ডাক্তার টাও তো কম এলিজিবল ছিল না বরং তোর চেয়ে ভালো ছিল।ঘটনা কি??
ইঞ্জিনিয়ার~একটা আপেল দিয়ে।
বন্ধু~আপেল!!কেমনে কি¿¿
ইঞ্জিনিয়ার~আরে ব্যাটা শুনোস নাই An Apple A Day Keeps A Doctor Away..তাই আমি যখনই মেয়েটার সাথে দেখা করতে যেতাম আসার সময় তাকে একটা আপেল দিয়ে আসতাম।এতে ডাক্তার টা তার কাছে থেকে দূরে থাকতো।আর তুই তো জানিস দুটি বস্তুর মধ্যকার দূরত্ব বেড়ে গেলে তাদের আকর্ষণ কমে যায়।ফলে সে মেয়েটার সাথে দেখাও করতো না তার সাথে কোথাও ঘুরতেও যেতনা তাকে বাইরে খাওয়াতো না।যেগুলা আমি করেছি।তাই সে আমাকে ভালোবেসেছে।
বন্ধু~বাহ!কি বুদ্ধি রে তোর।আচ্ছা দোস্ত ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এমন কোনো প্রবাদ বাক্য নাই।😁
ইঞ্জিনিয়ার~শালা😡
~শেষ~
এখন ডিসিশন আপনার।কে কি করবেন☺️
(Don't take it seriously by the way)
COMMENTS